MENU

Fun & Interesting

Shahid Quadery : Uttoradhikar

Minhaz Ahmed 3,350 lượt xem 10 years ago
Video Not Working? Fix It Now

Poet Shahid Quadery is reading from his poem for the audience.‘উত্তরাধিকার' পাঠ শুরুর পূর্বে কবি শহীদ কাদরী কবিতাটির প্রেক্ষিত বর্ণনা করেন! দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতায় প্রথম বোমা হামলা, ব্ল্যাক-আউট, গ্রেট ক্যালকাটা কিলিং, দেশভাগ, ভাষা আন্দোলন, তিরিশের প্রধান পাঁচ বাঙালি কবির রবীন্দ্রনাথের কাব্যাদশর্ থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা, সে কবিদের কোন্‌টা আবহ, কোন্‌টা ঐতিহ্য- এসব ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করে কবি শহীদ কাদরীব এই কবিতায় চেয়েছেন তিরিশের কবিদের সাথে পঞ্চাশের কবিদের তফাৎ নির্ণয় করতে!
দীর্ঘদিন ধরে স্বেচ্ছানির্বাসিত কবি কবি শহীদ কাদরীর সাথে আমার দ্বিতীয় জন্মভূমি নিউ ইয়র্ক সিটিকে ভাগাভাগি করে বসবাস করার সুবাদে মাঝে মাঝে দেখা-সাক্ষাতের ফাঁকে চলে আমার ভিডিওচচর্চা! তার ফসল এটি!
আশা করছি শ্রোতাদের ভালো লাগবে!
মিনহাজ আহমদ

Comment