প্রয়োজন ইউরিয়া সারের সাশ্রয়ী ব্যবহার
সম্পূর্ণ অনুষ্ঠান- https://youtu.be/t1B6d-cpw14
===================
সোনালি ফসলের মাঠ। এ ফসল সমৃদ্ধির দৃশ্যের গভীরে লুকিয়ে আছে সহস্র সংগ্রামের গল্প। কৃষকের শ্রমে-ঘামে রচিত হয়েছে এ দৃশ্যপট। এতে জড়িয়ে আছে স্বপ্ন, যার মূল প্রোথিত রয়েছে মাটিতে। মাটির বুক চিরেই জেগে ওঠে ফসলের গান।
কৃষক জানে ভালো ফসল ফলানোর জন্য চাই গুণগত মাটি, পানি আর উপযুক্ত আবহাওয়া। চাই গাছের প্রয়োজনীয় খাদ্য সার এবং পরিচর্যা। তবে এ বছর কোন কিছুই যেন ঠিক নেই। একদিকে বিরুপ আবহাওয়া। ভর বর্ষাও গেছে বর্ষণহীন।
সারা বিশ্বেই এখন অর্থনৈতিক সংকট। একদিকে প্রভাবশালী রাষ্ট্রগুলোর সম্পর্কের টানাপোড়েন অন্য দিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই সংকট পরিস্থিতিতে সব ধরণের অপচয় কমিয়ে সাশ্রয়ী হতে হবে। ইউরিয়া সারের সাশ্রয়ী ব্যবহার অপচয় যেমন কমাবে, তেমনি উৎপাদন খরচ কমিয়ে আনতে সহায়তা করবে। সার প্রয়োগের সময়োপযোগী কৌশল ও প্রযুক্তি কৃষক পর্যায়ে পৌঁছে দেওয়ার মাধ্যমে সমৃদ্ধ হোক কৃষিখাত। সমৃদ্ধি পাক বাংলাদেশের কৃষক।
Like and follow Facebook: https://fb.com/shykhseraj
Subscribe YouTube: https://www.youtube.com/shykhseraj
Follow Twitter: https://twitter.com/shykhseraj
Follow Instagram: https://www.instagram.com/shykhseraj
Follow Linkedin: https://www.linkedin.com/in/shykhseraj/
#ShykhSeraj