MENU

Fun & Interesting

বারে বারে আর আসা হবে না।শিল্পী:পপি সরকার।বাঁশিতে:মিজা।তবলায়:সন্দীপ।নালে:মন্দীপ।ভবা পাগলা@SurForing

SurForing 303,455 lượt xem 2 years ago
Video Not Working? Fix It Now

সাধক ভবা পাগলার একটি জনপ্রিয় গান।


তুমি ভেবেছো কি মনে
এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে,
কেহ জানেনা ?
এমন মানব জনম আর পাবেনা
বারে বারে আর আসা হবে না।।


তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়
চিত্র গুপ্ত লিখিয়া ভরিলে খাতায়।
তোমার বিচার করিবেন সেই বিধাতায়
তাঁর কাছে ফাকি-জুকি কিছুই চলেনা।
বারে বারে আর আসা হবে না।।

তুমি যাহা বদনে কর নাই প্রকাশ
অপ্রকাশ তাহার কাছে কিযে সর্বনাশ।
জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ
মানুষের কূলে কালী আর দিওনা।
বারে বারে আর আসা হবে না।।


সাবধানে চলো মন হও হুশিয়ার
তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার।।
মানুষ দেবতা হয়, হয় অবতার
ভবা কহে চোখ মেলে চেয়ে দেখোনা।।
বারে বারে আর আসা হবে না।।@SurForing

Comment