এটি তুরষ্কের এমন একটি রাজপ্রাসাদ, যেখান থেকে এক সময় গোটা দুনিয়ার বিরাট একটি অংশজুড়ে বিস্তৃত উসমানীয় সাম্রাজ্য শাসন করা হতো। অটোমান সুলতান সুলেমানসহ তার আগে পরের অন্যান্য সুলতানরা ইস্তাম্বুলের এই প্রাসাদেই থাকতেন।
হ্যাঁ, এটিই সেই তোপকাপি প্রাসাদ।
তোপকাপি আজ অবধি টিকে থাকা বিশ্বের বৃহত্তম ও প্রাচীনতম প্রাসাদ হিসেবে বিবেচিত।
১৪৫৩ সালে ততকালীন কনস্টান্টিনোপল বিজয়ের পর বাইজেনস্টাইন স্থাপত্যের ধ্বংসাবশেষের উপর এই প্রাসাদ নির্মাণ করেন ফাতিহ সুলতান মেহমেদ। পরে প্রায় সব সুলতানই এর সৌন্দর্য ও পরিধি বাড়ান।
এই প্রাসাদের পরতে পরতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আভিজাত্য, ভোগবিলাস, ষড়যন্ত্র আর ক্ষমতা বদলের চমকপ্রদ ইতিহাস।
এর স্তরে স্তরে রয়েছে রাজকার্য পরিচালনার বিভিন্ন গুরত্বপূর্ণ ভবন, অস্ত্রাগার ও বিশাল রন্ধনশালা।
প্রাসাদের সংগ্রহশালায় রয়েছে, মহানবী (সা.)সহ বিভিন্ন নবী ও সাহাবীদের ব্যবহৃত জামা-কাপড়, তরবারিসহ বিভিন্ন বস্তু।
এছাড়া এখানে রয়েছে সুলতানদের মনোরঞ্জনের জন্য তৈরি বিশাল হারেম, যেখানে রাজ পরিবারের নারী সদস্যদের পাশাপাশি থাকতো ৩ শতাধিক সুন্দরী দাসী।
বন্ধুরা, বিশাল এই প্রাসাদের ভেতরে যাকিছু রয়েছে একে একে সবকিছু দেখাবো আমি।
==========
Contact : sumonmcj@yahoo.com
==========
তুরষ্কে যেতে চান?
যোগাযোগ :
Tourkeystay Tours
Cell : 01875458675
Email : almamuntr@yahoo.com
Facebook Page : https://www.facebook.com/tourkeystaytours
===========
এই ভিডিও'র এরিয়েল ভিডিওগ্রাফার রিফাত ফাহিমের চ্যানেল ভিজিট করতে পারেন:
https://youtube.com/@RiDiaryy
===========
#topkapi_palace #istanbul #topkapi #turkey #তোপকাপি_প্রাসাদ #তোপকাপি #ইস্তাম্বুল #তুরষ্ক