MENU

Fun & Interesting

Fishing Tradition At Tangon

Fishing Tradition At Tangon

"ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা- দ্বিজেন্দ্রলাল রায় এর এই গান এর মধ্যে আবহমান বাংলার চিরাচরিত যে সৌন্দর্য এবং প্রকৃতির যে অপার সম্ভাবনা লুকিয়ে আছে তার প্রকাশ আমরা পাই ।এই দেশ ,এই বঙ্গভুমির প্রতিটি কণা আমাদের অস্তিত্বে মিশে আছে । এই প্রকৃতি প্রেম শুধু কবি মনকেই আলোড়িত করেনি বরং যারা শত-সহস্র বছর ধরে প্রকৃতির বিরূপ আচরণের সাথে লড়াই করে টিকে আছে তাদের মনকেও প্রশান্তি জুগিয়েছে ।এত বৈরিতার পরেও তারা হাসিমুখে জীবন ও জীবিকার তাগিদে প্রকৃতির আনুগত্য মেনে নিয়েছে।এই যে এত এত সুন্দরের লীলাভূমি, এত সুন্দর একটি দেশ ও আজ বৈশ্বিক উষ্ণায়নের করাল গ্রাসে প্রতিনিয়ত তার জৌলুস হারিয়ে মলিন হতে হতে ধূসর রঙ ধারন করেছে। রিভেঞ্জ অব নেচার বলে একটা কথা আছে । আর বর্তমানে শিলাবৃষ্টি,ঘূর্নিঝড়,দাবানল,অতিবৃষ্টি,খরা এবং বন্যার প্রধান কারন হচ্ছে প্রকৃতির উপর মানুষের বিরুপ আচরণ। গাছপালা,বন-জঙ্গল উজাড় করে বন্যপ্রানী,পশু-পাখির অবাধ বিচরণের পরিবেশ ধ্বংস করে অতিমাত্রায় নগরায়ন এবং শিল্পায়ন এর মাধ্যমে কার্বন নিসঃরন। আর এই পরিবেশ রক্ষার বিষয়ে গনসচেতনতা এবং প্রকৃতির নিবিড় সৌন্দর্য তুলে ধরাই আমাদের প্রধান লক্ষ্য।ধন্যবাদ।