নমস্কার বন্ধুরা।
বাড়ির ছাদ বাগানে কিভাবে খুব সহজে প্রধানত জৈবিক পদ্ধতিতে বিষমুক্ত সবজি, ফল, ফুল ও অন্যান্য গাছ করা যায় তা দেখানোই আমার চ্যানেলের মূল উদ্দেশ্য। ছাদ বা বাড়ির বাগানে প্লাস্টিকের পুনর্বার ব্যবহার, এর উপরে আমার ভিডিও গুলিতে বিশেষ গুরুত্ব থাকে। ছাদ বাগানের সমস্ত রকমের সুবিধা ও অসুবিধার খুঁটিনাটি আমি ভিডিও গুলিতে তুলে ধরার চেষ্টা করি।
চ্যানেল টি ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন, এই কামনা করি।
ধন্যবাদ।
সবুজের অভিযান।
Note: We have discontinued our website www.bananisgarden.com/ from Jul 27, 2022, and are not responsible for any content present in the said website.
দ্রষ্টব্য: আমরা 27 জুলাই, 2022 থেকে আমাদের ওয়েবসাইট www.bananisgarden.com/ বন্ধ করে দিয়েছি এবং উল্লিখিত ওয়েবসাইটে উপস্থিত কোনো বিষয়বস্তুর জন্য দায়ী নই।