কোনো কর্তৃপক্ষের পা চাটতে আসেনি, মজলুমের পক্ষে আর অন্যায়ের বিপক্ষে মোকাবিলা করতে এসেছি, আর জনগণের সামনে সত্যটা তুলে ধরতে এসেছি।
এটাই জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য প্রণোদিত। এই নৈতিকতা গুলোর না থাকলে নিজের চারিত্রিক গুণাবলীর মধ্যে তাহলে আমার মানুষ হয়ে জন্মানোটা সার্থক হলো না।