MENU

Fun & Interesting

tajin jannat era

tajin jannat era

আসসালামুআলাইকুম,
আমি তাজিন জান্নাত ইরা, পেশায় একজন আইনজীবী, রান্না করা আমার খুব শখের মধ্যে একটি, ব্যাপারটা এমন যে মন খারাপ থাকলেও রান্না করলে মন ভালো হয়ে যাই, দুশ্চিন্তা কমে যায়, বুঝতেই পারছেন আমার অবস্থা!!!
চ্যানেল টি খোলার উদ্দেশ্য আমার সব গুলো রান্না যেন একজায়গায় থাকে, আজ আমি এই পৃথিবীতে আছি, কাল হয়তো থাকবো না, আমার সন্তান, বোন, আমার স্বামী বা আত্মীয়স্বজন যারা আমার রান্না পছন্দ করে তারা আমি না থাকলেও যেন আমার রান্না গুলো তাদের আমাকে ভুলতে না দেয় বা যদি কখনো তাদের ইচ্ছে হয় আমার কোনো একটি রান্না তাদের খেতে ইচ্ছে হয় বা কখনও মনে ইচ্ছে হয় আমার মা বা আমার বোন কিভাবে যেন এই রান্না টা করতো জানতে যেন তারা আমার নাম ধরে ইউটিউব সার্চ করলেই সেগুলো দেখতে পায়,
মূলত এই উদ্দেশে এই পথচলার শুরু, এইখান থেকে কেউ একজন উপকৃত হলেও আমার সার্থকতা,
ভালো থাকবেন সবাই💝
আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইলো মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা