MENU

Fun & Interesting

রবের বাণী Rober bani

রবের বাণী Rober bani

সকলকে জানাই সালাম
আল কুরআন মানুষের জীবন চলার গাইড,আল্লাহ এই গাইডকে
রাসুলুল্লাহ এর মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন

মানুষ এই গাইড অনুযায়ী চলবে,কিন্তু দেখা যাচ্ছে আমরা এই গাইড অনুযায়ী
চলছিনা, আমরা চলছি মানুষের রচিত গাইড অনুযায়ী ,যার কারনে মানুষ বিভিন্ন
দলে বিভক্তি হয়ে গেছে ,হুজুর পুজা ও বিভিন্ন দলের অনুসরন করছে ,

অথচ আল্লাহ বলছেন একমাত্র আমার অনুসরন করো ,আর অমার পাঠানো
আল কুরআনের গাইড অনুযায়ী চলো ,এই গাইড অনুযায়ী যারা চলবে তারাই মুসলিম
কিন্তু আমাদের আলেম ওলামারা আমাদেরকে এই গাইড অনুযায়ী চলতে বলছেন না ,
তারা তাদের আকাবিরদের বানানো গাইড অনুযায়ী চলতে বলেন।

তারা কুরআনকে নফল ইবাদাত ছবরে ছানি,খতম পড়া,কবরে পাশে দারিয়ে পড়া,মৃত বেক্তির পাশে
পড়া,নামাজের পড়ে না বুঝেপড়া,আল্লাহ এই জন্য কুরআন নাযিল করেননি,
আয়াত বুঝে পাঠ করবো ,আমি আয়াতের উপর আছি কিনা মিলিয়ে দেখবো

জনাব মোস্তফা:ওয়াহিদুজ্জামান সাহেবের সাথে দেখা বা যোগাযোগ,বা কুরআনের কোন আয়াত / শব্দ বিষয় জানতে, যোগাযোগ করতে পারেন নিচের লোকদের সাথে
এনায়েত করিম ০১৭১৩৪১৯১৩৩
আ:কাইয়ুম আকন ০১৭৯৩৪১৭২৪৫
মোহাম্মাদুল্লাহ ০১৭১৫৬৬১৯৪৯
মোঃসোহরাব ০১৭১৬৫৯০০৬৬