MENU

Fun & Interesting

Krishi Songram TV

Krishi Songram TV

আপনাকে স্বাগতম,
আপনি কি কৃষি বা খামার নিয়ে কিছু করছেন বা করার কথা ভাবছেন ?
আমি কৃষিবিদ মোঃ মোশফিকুল ইসলাম, কৃষি ও খামার নিয়ে আপনার সফলতার জন্য যে যে বিষয়গুলো জানা প্রয়োজন তা এখানে তুলে ধরছি। সময়ের সাথে দর্শকদের চাহিদা ও প্রয়োজন বিবেচনা করে চ্যানেলটি আরও সমৃদ্ধ করা হচ্ছে। অচিরেই চ্যানেলটি কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা আসা রাখছি, সে লক্ষ্যে প্রতি সপ্তাহে আমরা নতুন নতুন ভিডিও দিচ্ছি। তাই প্রতি সপ্তাহের নতুন ভিডিও গুলো যেন মিস না করেন তাই চ্যানেলটি এখনি SUBSCRIBE করুন।

আমরা বিশ্বাস করি বর্তমানে অনলাইন ভিডিও এই মহৎ কাজটি করার সর্বোত্তম পন্থা। একজন কৃষিবিদ হওয়ার কারনে কৃষি নিয়ে কাজ করাটা আমি আমার মৌলিক দায়িত্ব মনে করি। সেই পথচলাই আপনাকে পাশে পাওয়া আমার জন্য অনুপ্রেরনা হিসাবে কাজ করবে। সফলতার সাথে আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ।

Welcome to SongramTV. This Channel is for agricultural support for the new generation. Today video sharing is the best way. I myself as an Agriculturist trying to keep step for Agricultural Development using these tools. So stay SUBSCRIBE
Thanks