আমি সালাহউদ্দীন আজীজী, তথ্যচিএ নির্মান ও ফটোগ্রাফীর সাথে যুক্ত দীর্গদিন থেকে। আমার কাজ ব্যাবহার করা হচ্ছে পূথিবীর শীর্ষস্থানীয় পএপএিকায় ও মিডিয়াতে। আমার কাজের স্বীকৃতি পর্যায় ঞমে বাংলাদেশকে সন্মানিত করেছে। আমার একাদিক চ্যানেলের মধ্যে Azizee Fishing BD,মুলত এটি একটি মৎস্য বিষয়ক চ্যানেল,যেখানে বাংলাদেশের নদী নালা খাল বিলের প্রাকৃতিক মাছের উপরই বেশী গুরত্ব দেয়া হয়।এখানে মাছ ধরা,মাছ বাজারজাতকরন,ভোক্তার ইচ্ছকেও মুল্যায়ন করা হয়। এখানে জেলেদের জীবন ধারা বা কর্ম পদ্ধতির উপরও গুরুত্ব দেয়া হয়। আমাদের জেলেরা প্রতিনিয়ত যুদ্ধ করছে বিপন্ন পরিবেশ,বৈরী সামাজিক প্রতিকুলতার বিরুদ্ধে। আমিও এই যুদ্ধে তাদের সহ যাএী । নদীর পানি সল্পতা,নদীতে শিল্পবর্জ,মানুষ্যসৃষ্ঠ নদী দোষনে আজ মংস্য সম্পদ ধংসের দ্বারপ্রান্তে, আর এর প্রত্যক্ষ প্রভাবে চরম ক্ষতিগ্রহস্ত হচ্ছে জেলে ও ভোক্তারা। আনুসাঙ্গিক এই বিষয়গুলিকে গুরত্ব দেয়া হয় এই চ্যানেলে। আমার এই দীর্গ চলার পথে আমার সাথেই থাকুন এবং চ্যানেলটিকে সাবঞাইব করুন,গঠনমূলক মতামত লিখুন।