MENU

Fun & Interesting

Human Service Bangladesh

Human Service Bangladesh

welcome to my YouTube channel
স্বাগতম human service bangladesh- এ আমাদের চ্যানেলের নিবেদিত সবচেয়ে অসহায় এবং গৃহহীন মানুষের জীবন পরিবর্তনে সাহায্য করার জন্য। রাস্তায় বসবাসকারী মানুষের না বলা গল্প তুলে ধরি তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সাহায্যর হাত বাড়াই।


আমাদের লক্ষ্য :
গৃহহীন মানুষের কষ্ট এবং তাদের দৈনন্দিন সংগ্রামের গল্প তুলে ধরা।

অসহায় মানুষদের, খাবার পোশাক এবং চিকিৎসা সহায়তা প্রদান। মানবতার উদাহরণ তৈরি করা এবং মানুষের মতো সহমর্মিতা ছড়িয়ে দেওয়া।

মানসিক স্বাস্থ্য এবং তাদের সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি।
আমাদের এই যাত্রায় আপনিও অংশ নিন। service bangladesh এ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং দেখুন কিভাবে ছোট ছোট মানবিক উদ্যোগ বড় পরিবর্তন আনতে পারে ।

👉আপনার সমর্থন আমাদের কে আরো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা দেয়।

চলুন একসঙ্গে আমরা ছড়িয়ে দেই এবং যাদের জীবনে অন্ধকার নেমে এসেছে তাদের পাশে দাঁড়াই।

📩 যোগাযোগ করুন:
📧 ইমেইল: mdafsarahamed33@gmail.com
📳 ফোন: 01825223953


ধন্যবাদ human service bangladesh- এপাশে থাকার জন্য