কাদরিয়া ভান্ডার বাবা সিরাজ শাহ্'র আস্তানা
আল্লাহ ও রাসূল (স:) পাকের অগনিত প্রেমিকের এক তীর্থস্থান/ মিলনমেলা হচ্ছে এই পাক দরবার শরীফ কাদরিয়া ভান্ডার। সারা আংগিনা জুড়ে বইছে রহমতের হিল্লোল। সবুজ গাছ-গাছালি ও ঘাসে ঢাকা প্রাংগন তপ্ত হৃদয়ে শীতল ও শান্তির পরশ বুলিয়ে দেয়। সারা বছর, সারা বেলা অগনিত ভক্ত মুরিদান আশেকানের পদচারণায় মুখর থাকেন পাক দরবার শরীফ। দয়াল সিরাজ শাহ বাবার দোয়া ও দয়া কামনায় মাজার জিয়ারত করতে আসেন এসব দর্শনার্থী, পূণ্যার্থী ও মুরিদান-আশেকগণ। পাক দরবার শরীফের সবুজ ঘন ঘাসের মখমল আচ্ছাদিত চত্বরে নীল আকাশে সগৌরবে পতপত করে উড়ছে বেলায়েতের সবুজ পতাকা।
Kadria Vandar Siraj shah'r astana, Kadria Vandar Siraj shah'r astana dorbar sharif, Kadria Vandar Siraj shah'r astana bandar, narayanganj.