দর্শক বন্ধুরা, সাফল্য কথা'র ৪১৪ তম পর্বে আমরা কথা বলেছি কেঁচো সার উৎপাদনে সফল একজন ব্যক্তি মোঃ আতোয়ার রহমান চাচার সাথে। ২০১৪ সালে ভাইয়ের দেওয়া ৬ টি চারিতে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন শুরু করেন। এই সার তৈরিতে সফলতা পেয়ে দিন দিন খামার বাড়াতে থাকেন তিনি। বর্তমানে তার এই কেঁচো কম্পোস্ট সার উৎপাদন হচ্ছে ৪ টি সেডে প্রায় ৬০০ টি চারিতে।
দর্শক বন্ধুরা ধৈর্য শ্রম এবং সৎ মন মানসিকতা নিয়ে যেকনো কাজ করলে যে কাঙ্খিত সাফল্য পাওয়া যায় তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত মোঃ আতোয়ার রহমান। এখন তার এই খামারের উৎপাদিত সার দেশের বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে এবং এখান থেকে প্রতি মাসে প্রায় ৪০-৫০ টাকা সব খচর বাদে লাভ করছেন তিনি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন।
Safollo Kotha Ep414
Vermicompost In Bangladesh
উদ্যোক্তা মোঃ আতোয়ার রহমান
পীরগঞ্জ, রংপুর।
কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট সার পেতে যোগাযোগ করুনঃ ০১৩০০১৯০১১৭
# কেঁচো কম্পোস্ট একটি জৈব সার যা জমির উর্বরতা বাড়াতে ব্যবহার করা হয় । ১ মাসের বাসী গোবর খেয়ে কেঁচো মল ত্যাগ করে এবং এর সাথে কেঁচোর দেহ থেকে রাসায়নিক পদার্থ বের হয়ে যে সার তৈরি হয় তাঁকে কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বলা হয় #
- খামারির নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার পেতে ইনবক্স করুন সাফল্য কথা ফেসবুক পেইজে https://www.facebook.com/safolloagro
আমাদের সাফল্য এগ্রো এন্ড সার্ভিসেস সাথে যোগাযোগ-
- কৃষি পণ্য পেতে - ০১৩০০১৯০১১৭ (সেলস, সাফল্য এগ্রো এন্ড সার্ভিসেস)
- ভিডিও প্রোগ্রাম করাতে ও কৃষি বিষয়ক পরামর্শ - মোঃ তোফাজ্জল হোসেন - ০১৭৩৮৫০৩৬৯৪ (উপস্থাপক, সাফল্য কথা)
- অভিযোগ - ০১৭১৩০৬৮৫১৭ (অফিস, সাফল্য কথা ও সাফল্য এগ্রো সার্ভিস)
সাফল্য এগ্রো এন্ড সার্ভিসেস ঠিকানা-
সাফল্য এগ্রো, তাজহাট, আলম নগর, রংপুর।
ফেসবুক পেজ- https://www.facebook.com/safolloagro
ওয়েব- https://www.safolloagro.com
ইমেইল- mowdud.titu@gmail.com
সুপ্রিয় দর্শক আপনাদেরও যদি এরকম কোন সফলতার গল্প থাকে তাহলে আমাদের জানাতে পারেন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনার কাছে। ধন্যবাদ।