Waste Decomposer, কিভাবে তৈরি করবেন,কেন ও কিভাবে ব্যবহার করবেন, ছাদ বাগানে কতটা গুরুত্ব A to Z তথ্য
আমরা প্রত্যেকে বেশ কিছুদিন ধরে কিভাবে ওয়েস্ট কম্পোজার তৈরি করব সেই নিয়ে নানান ধরনের তথ্য খুঁজে বেড়াচ্ছি,
Green Friends একমাত্র চ্যানেল, যে আপনাকে সঠিক তথ্য দিয়ে এগিয়ে নিয়ে যাবে।
প্রত্যেকটা কাজ হাতে কলমে দেখানোর চেষ্টা করি সেখান থেকে আপনারা যাতে সহজভাবে শিখতে পারেন সেই চেষ্টা সর্বদা থাকে।
নিজে কোন কিছু না জানলেও এই সম্পর্কে অভিজ্ঞতা শীল মানুষদেরকে নিয়ে এই চ্যানেলটি তৈরি করা হয়েছে।
এর আগেও দেবরাজ দা আমাদের সঙ্গে ছিল আজও এসেছেন একটি সুন্দর পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরার জন্য।
প্রতিটা মানুষ চাইছে হাতে-কলমে শেখানোর জন্য তাই দেরী করে ফেললাম তবুও চেষ্টা আমাদের থাকবে হাতে-কলমে শেখানো।
আমরা ছাদে বাগান করতে গেলে আজ যে আমরা ওয়েস্ট ডিকম্পোজার তৈরি করছি তার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ।
সম্পূর্ণ ভিডিওটি দেখুন কিভাবে তৈরি করা হয়েছে তাহলে সবকিছু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে কিভাবে গাছে দেবেন সে বিষয়ে জানানো হয়েছে।