বর্ষায় বাংলার গ্রামীণ জনপদ যেনো অন্য রকম সৌন্দর্যের পসরা সাজিয়ে বসে। জল থৈথৈ পূর্ণ যৌবনা নদনদী-খাল-বিল, টইটম্বুর পুকুর-ডোবা, ফসলের ক্ষেত কিংবা বৃষ্টিভেজা পথঘাট আর সবুজ গাছগাছালি গ্রামকে অনন্য রূপে তুলে ধরে চোখের সামনে।
বর্ষাকালে গ্রামবাংলার আকাশও হাজির হয় সাদা-কালো মেঘের ভেলা নিয়ে। কখনো রোদ, কখনো বৃষ্টি, না শীত না গরম, কী দারুণ এক উপভোগ্য পরিবেশ সৃষ্টি হয় পল্লী অঞ্চলে।
বন্ধুরা, বর্ষায় গ্রামের সৌন্দর্য উপভোগ করতে আর তা আপনাদের সামনে তুলে ধরতে আমি এসেছি মানিকগঞ্জে। এই জেলার হরিরামপুর ও শীবালয় উপজেলার কিছু গ্রাম ঘুরে দেখাবো আমি।
Contact email address for sponsorship, affiliate or other business purpose: sumonmcj@yahoo.com
#village #beautiful_village #Manikganj #গ্রাম #গ্রামবাংলা #মানিকগঞ্জ