ভৈরবে আজব এক মাছের আড়ৎ | মাছ আসে রাতভর কানাকানি করে হয় বিকিকিনি | কানাকানির মাছের আড়ত | Info Hunter
মেঘনা নদীকে কেন্দ্র করে ভৈরবে গড়ে উঠেছে দেশি মাছের বিশাল এক পাইকারি আরৎ। যা হচ্ছে পলতাকান্দা মাছের আরৎ নামে সবার কাছে পরিচিত। ভৈরবের আশপাশের সব হাওরের মাছ পাওয়া যায় এই বাজারে। এ আরৎ এর বৈশিষ্ট্য হচ্ছে এখানে আড়ৎদার ও পাইকারদের মধ্যে কানাকানি করে মাছ কেনাবেচা হয়ে থাকে। পাইকাররা আড়ৎদার কে কানে কানে মাছের দাম বলেন। তাছাড়া ভৈরবের এই আরৎ এ বিকাল পাচঁটা থেকে মাছ আসা শুরু হয় বিভিন্ন ট্রলার এবং নৌকায় করে। রাত দশটা এগারো টা পর্যন্ত মাছ আসতে থাকে। শীতকালে ভোর পর্যন্ত মাছ আসে। এখানে অনলাইনেও মাছ কেনাবেচা হয়। ভৈরব সহ আশপাশের সব এলাকায় এই বাজার খুব জনপ্রিয়।
Google map Link
https://goo.gl/maps/3nT6esYSkMnn6ujv5
For More Visit:
Website: https://infohunterbd.blogspot.com/
Facebook: https://www.facebook.com/bdinfohunter