সাতসকালে বর্ষণমূখর মায়াবী আলেপ্পি কে কবে দেখেছে জানি না, তবে আমি নিজের চোখে প্রকৃতির অনবদ্য আয়োজন দেখে নিয়ে নিজেই যেনো ধন্য হলাম। আহ, কী অপরূপ সৌন্দর্য!
দক্ষিণ ভারতের কেরালা যদি হয়ে থাকে সৃষ্টিকর্তার আপন দেশ, তাহলে অবশ্যই আলেপ্পি তার রাজধানী। আর আলেপ্পির সৌন্দর্য-রহস্যের অন্যতম অনুসঙ্গ এই ভেম্বানাদ লেক।
ভেম্বানাদ লেক বিখ্যাত হাউসবোটের জন্য। এখানে এলেই দেখতে পাবেন এমন অসংখ্য হাউজবোট। নারিকেল বৃক্ষশোভিত এই লেকে হাউসবোটে দারুণ কিছু মুহূর্ত কাটানোর জন্যই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই এখানে ছুটে আসেন পর্যটকরা।
Contact :
sumonmcj@yahoo.com
কেরালায় হাউসবোট সম্পর্কে জানতে চাইলে :
Exotica Cruises
Tel: +919656554666
https://exoticahouseboatcruises.com/
#Kerala #Alleppey #houseboat #কেরালা #হাউসবোট #আলেপ্পি