MENU

Fun & Interesting

এত কম দামে এই প্রথম আপনাদের সামনে বিশাল বড় শীতের ফুল গাছের নার্সারি/winter plant nursery/

Green Friends 28,581 lượt xem 2 years ago
Video Not Working? Fix It Now

#winter_nursery_visit #pituniya #nursery_visit

সব সময়ের জন্য আশা থাকে ভালো একটি নার্সারি আপনাদের সামনে তুলে ধরব যে নার্সারীর ব্যবহার অত্যন্ত ভালো হবে যে নার্সারির গাছ অন্তত ভালো হবে সেই নার্সারিতে আমরা সকলে মিলে যাব নিজেদের পছন্দ মতন গাছ কিনে নিয়ে আসব দামের দিক আমরা অনেক মানুষ তাকায় না।

সেসব সব কিছু ঠিক রেখে তার সাথে আমরা যারা শীতের বাগান করছি চেষ্টা করব সবচেয়ে কম দামে ভালো একটি নার্সারি তুলে ধরার যে নার্সারি থেকে আমরা শীতের সব ধরনের গাছের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সারা বছর যে ফুল গাছ বা ফল গাছ থাকে সবকিছু দেখতে পাব ও সহজেই তুলে ধরতে পারবো সকলের সামনে।

বিভিন্ন বছরে কাজ করতে গিয়ে বিভিন্ন সময় লক্ষ্য করেছি গাছের দাম নিয়ে তবে সবচেয়ে কম দাম এই প্রথম দেখলাম এইখানে হ্যাঁ একটু দূর কলকাতা থেকে প্রত্যেকটা মানুষ এসে কেনা সত্যিই সাধ্যের বাইরে কিন্তু কিছু করার থাকে না আমরা যারা ভিডিও করি বাড়ির কাছেই বা হাতের কাছেই সবাই পেয়ে যাব ভালো জিনিস সেটা কোন সময় হয় না একদিন একটু কষ্ট করে আপনাদেরকে আসতে হবে একটু দূরে সবে শীতে শুরু এখন প্রচুর বাকি দু দুটি ফোন নম্বরের সঙ্গে সম্পূর্ণ ঠিকানা ও কিভাবে আসবেন সবকিছু বলা হয়েছে ভিডিওতে আপনারা নিশ্চিন্তে চলে আসুন এই নার্সারিতে।


দাম নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই সমস্ত গাছের দাম আপনাদেরকে আগেই বলা হয়েছে বা ভিডিও চলাকালীন যেগুলি আমার সামনে এসেছে প্রায় প্রত্যেকটা আপনাদেরকে দেখিয়েছি।

এছাড়া ছাতবাগান তৈরি করতে গেলে বা বাগান তৈরি করতে গেলে যা কিছু দরকার প্রায় সব কিছু আপনি পাবেন এই নার্সারিতে গেলে।

খুব সহজভাবে ভিডিও করি সেগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ছোট্ট ছোট্ট বাগান গুলো দেখে আমরা নিজেদের মনের খিদে আরও বাড়িয়ে তুলি বাগান করার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার নিজের ছাদ বাগান নিয়ে মেতে থাকুন রোজ দুপুর একটাতে নতুন ভিডিও পাবেন একটু ফলো করলে ভালো বাগান করা সকলের পক্ষে সম্ভব।

Comment