হাজার হাজার গোলাপ, বিখ্যাত কিছু আমের ভ্যারাইটি অরিজিনাল পাবেন, বর্ষার শুরুতে বসান এই সব ধরনের গাছ
#nursery_visit #rose_plant_nursery
যেমনটি চোখের সামনে আমি দেখছি ঠিক প্রত্যেকটা অংশ ক্যামেরাবন্দি করেছি সেগুলি আপনাদের সামনে তুলে ধরছি। একটা দুটো নয় হাজার হাজার গোলাপ আমার চোখের সামনে ভেসে আছে চোখ মন শান্ত করে দেবে যদি এই দৃশ্য আপনি একবার দেখেন।
নিজেকে ঠিক রাখতে পারবেন না আজকের এর সম্পূর্ণ বাগান দেখলে এত গোলাপ একসঙ্গে সত্যি খুব কম দেখা যায় এত যার এত কালার এত রঙ আর সব থেকে মজার ব্যাপার এত সুন্দর সুন্দর গাছ যেগুলো দেখলে মন প্রাণ সব ভালো হয়ে যাবে।
গোলাপের পর চলে আসে সোজাসুজি ফল গাছের দিকে কারণ এত সুন্দর প্রত্যেকটা মাদার গাছের ফল ঝুলছে সেগুলো দেখে ঠিক রাখা সত্যি যায় না তাই আপনাদেরকে সাথে নিয়ে আজ যে আমি যা কিছু দেখাবো দাঁড়িয়ে দাঁড়িয়ে বা এই ভিডিওর মাধ্যমে উপভোগ করাতে পারবো।
ভালো বাগান দেখানো যেমন আমাদের কাজ ভালো নার্সারি সস্তার নার্সারি দেখানো আমাদের কাজ যেখান থেকে ভালো ছাড়া পাবেন ভালো কাজ পাবেন সেই সমস্ত জায়গার ভিডিও গুলো আপনাদের সামনে তুলে ধরি খালি এছাড়া বর্ষার শুরুতে আপনারা কি কি ফুলের গাছ কি কি ফলের গাছ কি কি পাতাবাহার গাছ এই নার্সারি থেকে আপনারা পাবেন তার সমস্ত কিছু তথ্য তুলে ধরা হয়েছে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে ভিডিও সম্পূর্ণ যেমন দেখবেন অনেকে বাগান করছে ভালো নার্সারি খোঁজ পায় না তাদের কাছে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন এই ভিডিও থেকে অনেক অনেক মানুষ উপকৃত হবে এটুকু আমি বলতে পারি।
মোটামুটি ছয় ফোন নম্বর দেওয়া আছে ও ঠিকানা দেওয়া আছে আপনারা একটু ফলো করুন ফলো করলে ভালো বাগান করা আমাদের সকলের পক্ষে সম্ভব হবে।
তবে রামকৃষ্ণ নার্সারি নিয়ে আপনাদের কোন ভয় আমি রাখছি না তার কারণ বহু পুরনো একটি নার্সারি যাদের অভিজ্ঞতা বা গাছ বিক্রির সম্পর্কে সম্পূর্ণ ধারণা রয়েছে একটি গাছের দাম সঠিক মূল্য এখানে নেওয়া হয় তার কারণ ভালো গাছ চারা তৈরি করে দিতে পারছে গাছ নিজেরা যখন তৈরি করে তখন সেই সমস্ত নারীর চেহারা অন্য রকমের হয় সবাই ভাল থাকুন সুস্থ থাকুন রোজ দুপুরে আপনাদের নিজেদের চ্যানেলে নতুন নতুন ভিডিও আসে সেগুলো দেখতে থাকুন আর নিজেদের মনের মতন করে বাগান তৈরি করুন যে গাছগুলি দিয়ে বাগান করলে আপনাদের বাগান আরো সুন্দর হয়ে উঠবে।
আগামী দিনে আমরা আরো বহু নার্সারি পরিদর্শন দেখাবো যেখান থেকে গাছ নিলে আপনার গাছের সঠিক জাত ও দাম আপনারা পাবেন তার সাথে সাথে গাছের যে সঠিক পরিচর্যা গাইডলাইন সেগুলো কিন্তু ওনারা করে দেবেন।