ছাদ ব্যালকনি ইনডোর বাগান সাজানোর প্রচুর গাছ এলো শ্রী শ্রী জয় কালী নার্সারীতে #nursery_visit
#nursery_visit #nursary
ছাদবাগান ব্যালকনি বাগান ইনডোর বাগান সাজানোর প্রচুর গা ছিল শ্রী শ্রী জয় কালী নার্সারিতে এই নার্সারি আমাদের কাছে পুরনো নয় বহুবার দেখানো হয়েছে এই নার্সারি তবে এই সমস্ত গাছগুলি ছাড়া আরও বহু গাছ আছে আজকের ভিডিওতে দাম সহ বেশ কিছু গাছের আলোচনা করা হয়েছে কিছু গাছ সুন্দরভাবে বসিয়ে দেখানো হয়েছে। এছাড়া শীতের চন্দ্রমল্লিকা নন্দিনী ফুলসহ গাছ এই নার্সারিতে পাওয়া যাচ্ছে।
এছাড়া ছোট চন্দ্রমল্লিকা চারবেরা সহ বেশ কিছু শীতের গাছ চলে এসেছে অনায়াসে খুব সহজে আপনারা পেয়ে যেতে পারেন আমরা বহু নার্সারি ঘুরিয়েছি এর আগে কিন্তু পাতাবাহারের এত সুন্দর কালেকশন এর আগে কোন নার্সারিতে সেই ভাবে চোখে পড়েনি। একমাত্র শ্রী শ্রী জয় কালী নার্সারিতে আপনারা য কদি চলে আসেন তাহলে খুব সহজে ও ভালো মানের চারা আপনারা পেয়ে যাবেন। সত্যি দেখে মুগ্ধ হয়ে গেছি।
প্রত্যেকটা মুহূর্তে আমরা সুন্দর সুন্দর গাছ দেখতে পাবো এবং সেই গাছগুলি আপনারা নিজেও নিয়ে যেতে পারেন কারণ এখানে অনলাইন করার কোন ব্যবস্থা রাখা নেই আপনারা চাইলে এসে দেখে তবে নিয়ে যেতে হবে তার কারণ অনলাইনে গাছ পাঠানো যেমন মুশকিল গাছ যেতে যেতে অনেক গাছ নষ্ট হয়ে যায়।
রোজ দুপুর একটায় নতুন ভিডিও থাকে আপনাদের জন্য একটু ফলো করলে ভালো বাগান করা সকলের পক্ষে সম্ভব হবে।