MENU

Fun & Interesting

সেরা সেরা অস্ট্রেলিয়ান আমেরিকান জবাসহ সমস্ত ধরনের ফুল গাছ অনলাইনে পাবেন এই নার্সারিতে

Green Friends 40,270 lượt xem 2 years ago
Video Not Working? Fix It Now

#nursery_visit #Dey_Nursery

অস্ট্রেলিয়ান ভ্যারাইটি জবা আমেরিকান জবা ও বেশ এমন কিছু গাছ দেখানো হয় যেগুলি আমরা অনেক নার্সারিতে পায় না ও গাছের গ্রোথ ভালো থাকে না ভালো গাছের সন্ধান আমরা সব জায়গায় দিতে পারি না আপনাদের কিন্তু যেখানে সুযোগ হয় আমরা দেওয়ার চেষ্টা করি অসম্ভব সুন্দর একটি ভিডিও আপনার সামনে আজ নিয়ে এসেছি।

ফ্রেশ সুন্দর ভালো গাছের সন্ধান আজ আপনাকে দিয়ে দিলাম সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি চাইলে বাড়িতে বসে কিংবা এখানে এসে ফ্রেশ সুন্দর গাছ কিনে নিয়ে চলে যেতে পারেন। কোন অসুবিধা হবে না গাছ কিনতে আসলে বা দেখে কিনতে আসলে ও বাড়িতে বসেও সুযোগ সুবিধা আপনাদের জন্য থাকছে। সব রকম ভাবে।

তবে সব সময়ের জন্য বলবো আপনারা ওখানে গিয়ে দেখে তবে সুন্দর গাছ বা ভালো গাছ কিনে নিয়ে চলে আসুন।

এই নার্সারি পরিদর্শন করতে গিয়ে শুধুমাত্র আমরা নার্সারীর কটা গাছ আর দাম নিয়ে আলোচনা করিনি কিভাবে কলম বাঁধবেন একটা গাছ কিভাবে পরিচর্যা করবেন কিভাবে প্রত্যেকটা মানুষের সঙ্গে তারা সুন্দর কথাবার্তা বলে তারা ভালো কাজ সকলের কে প্রদান করে। ওসব গাছের পরিচর্যা খুব সুন্দর ভাবে কিন্তু তারা বলে দেয় এছাড়া এখানে যে ফোন নম্বর গুলি দেওয়া আছে সেই নম্বরে ফোন করে আপনারা গাছের যেকোনো বিষয়ে জেনে নিতে পারেন।

Comment