অচেনা, অদেখা বাঁকুড়া বেড়ানো ।। বড়জোড়া এবং মালিয়াড়া।। যাওয়া এবং খাওয়া।। Jaoa Ebong Khaoa Barjora
বাঁকুড়ার বড়জোড়ার নাম তো আপনার নিশ্চয় শোনা। হাতির হানা, রাজনৈতিক নানা ঘটনায় বড়জোড়া সংবাদ শিরোনামে আসে মাঝে মধ্যেই। কিন্তু বেড়ানোর জন্য বড়জোড়া কতটা ভাল? আজ এ প্রশ্নের উত্তর মিলবে এই ভিডিওতে। আমরা বড়জোড়া এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনভর ঘুরেছি। সুন্দর সব জায়গা দেখেছি। খেয়েছি দারুণ কিছু খাবারও। এই ভিডিওতে রইল যাওয়া এবং খাওয়ার বড়জোড়া এবং মালিয়াড়া ভ্রমণের গল্প।