#প্রেমসুধা#সাইয়্যারা_খানগল্পের ১১ম অংশ [পর্বটা রোম্যান্সধর্মী]একদম সঙ সেজে গাড়িতে বসে রইলো তৌসিফ।
#প্রেমসুধা
#সাইয়্যারা_খান
গল্পের ১১ম অংশ
[পর্বটা রোম্যান্সধর্মী]
একদম সঙ সেজে গাড়িতে বসে রইলো তৌসিফ। সেই যে চুপ করেছে আর কথা নেই। এদিকে গাড়ির এক কোণায় সেটিয়ে বসা পৌষ। ওর মন মেজাজ খারাপ হয়ে আছে। এই লোক গলা অবদি মদ গিলে এখন বলছে সে নাকি ওসব খায় না। তাহলে গন্ধ আসে কোথা থেকে? এখন আবার ঢং দেখিয়ে চুপ করে আছে। এসব দেখে পৌষ অবশ্য একটু ভয়েও