MENU

Fun & Interesting

তিন মাস মেয়াদি গরু মোটাতাজাকরন ঔষধ ও ভিটামিন দেওয়ার নিয়ম | cow fattening | গরু মোটাতাজাকরন পদ্ধতি

চালের বাজার - Chalerbazar 46,765 lượt xem 3 years ago
Video Not Working? Fix It Now

তিন মাস মেয়াদি গরু মোটাতাজাকরন ঔষধ ও ভিটামিন দেওয়ার নিয়ম | cow fattening | গরু মোটাতাজাকরন পদ্ধতি


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু সম্মানিত দর্শক আজকে আলোচনা করতেছি গরু মোটাতাজাকরণ পদ্ধতি ওষুধপাতি চিকিৎসা সম্বন্ধে।

আমাদের ফেসবুক পেইজ
https://www.facebook.com/Krishi-plus-কৃষি-প্লাস-105963035133954

গরু মোটাতাজাকরণের একটি সুষম খাদ্য তালিকা নিচে

দেওয়া হল:মোটাতাজা করনের গরুকে সর্বক্ষণের জন্য পর্যাপ্ত পরিমাণ আঁশ জাতীয় খাবার (খড়, কাঁচা ঘাস) এবং বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে।

ক) শুকনো খড়: দুই বছরের গরুর জন্য দৈহিক ওজনের শতকরা ৩ ভাগ এবং এর অধিক বয়সের গরুর জন্য শতকরা ২ ভাগ শুকনো খড় ২ থেকে ৩ ইঞ্চি করে কেটে একরাত লালীগুড়/চিটাগুড় মিশ্রিত পানিতে ভিজিয়ে প্রতিদিন সরবরাহ করতে হবে। পানি: চিটাগুড় = ২০ : ১। খ) কাঁচাঘাস: প্রতিদিন ৬ থেকে ৮ কেজি তাজা ঘাস বা শস্যজাতীয় তাজা উদ্ভিদের উপজাত দ্রব্য যেমন- নেপিয়ার, পারা, জার্মান, দেশজ মাটি কালাই, খেসারি, দুর্বা ইত্যাদি সরবরাহ করতে হবে।

গ) দানাদার খাদ্য: প্রতিদিন কমপক্ষে ১ থেকে ২ কেজি দানাদার খাদ্য সরবরাহ করতে হবে।

নিচে ১০০ কেজি দানাদার খাদ্যে তালিকা দেওয়া হল:

১. গম ভাঙা/গমের ভূসি-৪০ কেজি;

২. চালের কুঁড়া-২৩.৫ কেজি;

৩. খেসারি বা যেকোনো ডালের ভূসি-১৫ কেজি:

৪. তিলের খৈল/সরিষার খৈল-২০ কেজি; লবণ-১.৫ কেজি। তাছাড়াও বিভিন্ন রকমের ইউরিয়া মোলাসেস ব্লক ব্যবহার করা যেতে পারে। এটি হচ্ছে ৩৯ ভাগ চিটাগুড়, ২০ ভাগ গমের ভূসি, ২০ ভাগ ধানের কুঁড়া, ১০ ভাগ ইউরিয়া, ৬ ভাগ চুন ও ৫ ভাগ লবণের মিশ্রণ।


গরু মোটাতাজা করার জন্য গরু নির্বাচন, গরুর বাসস্থান নির্মাণ, কৃমি মুক্তকরণ, গরুর স্বাস্থ্য পরীক্ষা ও খাদ্য খাওয়াতে হয়।
#cow_fattening
#শুকনো_গরু_মোটাতাজাকরণ
#গরু_মোটাতাজাকরন_ঔষধ

Comment