আদা চাষের সহজ কৌশল। মাত্র ৮০ গ্রাম আদা থেকে ৫-৭ কেজি আদা পাওয়া যায়। বাড়ির ছাদে বা যেকোনো স্থানেই করা যাবে।
Rohosso Travel Ep- 470
This video is about: আদা চাষ
Name of Farmer - ঝিকরগাছা উপজেলা
Contact: - -যশোর
রহস্য ট্রাভেল একটি কৃষি ভিত্তিক অনলাইন প্লাটফর্ম। এখানে বাংলাদেশের সকল চাষী ও কৃষকদের নিয়ে ডকুমেন্টস এর ভিত্তি করে চাষাবাদের উপরে প্রতিবেদন বানানো হয়। আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।
রহস্য ট্রাভেল এ যেকোনো কৃষি প্রতিবেদনের প্রচার করতে যোগাযোগ করুন -০১৯২০৩০৬৫৯০।
আদা চাষের জন্য মার্চ-এপ্রিল মাসে জমি গভীরভাবে ৫-৬ টি চাষ দিতে হবে। এরপর আগাছা পরিষ্কার করে মাটি ঝুর ঝুরে করে সমতল করে নিতে হবে। আদার জন্য গোবর সার ১০ টন, ইউরিয়া ২৫০-৪০০ কেজি, টি এসপি ১৫০-১৮০ কেজি, এমপি ১৬০-১৮০ কেজি হেক্টর প্রতি প্রয়োগ করতে হবে। জমি তৈরি সময় গোবর সার, টিএসপি, অর্ধেক এমপি সার প্রয়োগ করতে হবে।
মাটি নির্বাাচন: পানি নিকাশের সুব্যবস্থা আছে এমন উঁচু বেলে-দো-আঁশ ও ও বেলে মাটি আদা চাষের জন্য উপযোগী। তাই বেলে মাটি বাছাই করা উচিত।
বীজ রোপণ: ফাল্গুন থেকে বৈশাখ মাস পর্যন্ত লাগানো যায়। সাধারণত ১২-১৫ গ্রাম ওজনের ১-২টি কুঁড়ি বিশিষ্ট কন্দ লাগানো হয়। ৪০-৪৫ সে.মি. দূরে দূরে সারি করে ২০ সে.মি. দূরে ৫ সে.মি. গভীরে আদা লাগানো হয়। কন্দ লাগানো পর ভেলী করে দিতে হয়।
জাত নির্বাচন: অনুমোদিত কোন জাত নেই। তবে স্থানীয় জাত যেমন- থাই, নাটোর, চুয়াডাঙ্গা ও খুলনা, টেংগুরা জাত চাষ করা হয়।
যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় তিনি এই আদা চাষ করছে। এই বছরে ৩৫০ বস্তুায় আদা চাষ করেছে ভালো ফলনের আশা করছে।
#আদা #আদা_চাষ #বস্তায়_আদা #বাংলাদেশে_আদা_চাষ #যশোরে_আদা_চাষ #বাংলাদেশ #মসলা #আদার_দাম