কৃষি উদ্যোক্তা----
মাসুম সিদ্দিকী সুমন
গ্রাম- উলুহাট, ইউনিয়ন- কামালদিয়া
উপজেলা- মধুখালী, জেলা- ফরিদপুর
মোবাইল- 01717360425
=======================
এবার ৫ হাজার বস্তায় আদা চাষ
=======================
এবার ৫ হাজার বস্তায় আদা চাষ করছেন তরুন কৃষি উদ্যোক্তা মাসুম সিদ্দিকী সুমন। তার বাড়ী ফরিদপুর জেলার মধুখালী উপজেলার উলুহাট গ্রামে। তিনি গত বছর ১ হাজার ৭০০ বস্তায় আদা চাষ করেছিলেন। সেই অভিজ্ঞতার আলোকে এবছর ৫ হাজার বস্তায় আদা চাষ করেছেন তিনি। দর্শক বন্ধুরা, কিভাবে তিনি এবছর আদার বস্তা প্রস্তুত করলেন, সেই সম্পর্কে জানার আগে, চলুন আগে জেনে আসি গত বছরে প্রতি বস্তায় আদার ফলন কেমন হয়েছিলো এবং কি কি অভিজ্ঞতা অর্জন করেছেন সেসম্পর্কে। আশাকরি প্রতিবেদনটি দেখে আপনারা উপকৃত হবেন------------
#rozaagro
#ginger
রোজা এগ্রো'র সাথে যোগাযোগ করতে- ০১৭৪২১৭৫৯৪৮