কৃষি উদ্যোক্তা
মাসুম সিদ্দিকী সুমন
গ্রাম-উলুহাট, ইউনিয়ন- কামালদিয়া
উপজেলা- মধুখালী, জেলা- ফরিদপুর
মোবাইল- ০১৭১৭৩৬০৪২৫
==================================
মেহগনি বাগানে ১ হাজার ৭০০ বস্তায় আদা চাষ
===================================
ছোটো বেলা থেকেই কৃষিকাজের ওপর আগ্রহ ছিলো কৃষি উদ্যোক্তা মাসুম সিদ্দিকী সুমনের। সেজন্য পড়াশোনার পাঠ চুকিয়ে চাকুরী না করে গ্রামে ফিরে আসেন। উদ্দেশ্য আধুনিক কৃষির সাথে সম্পৃক্ত হওয়া। পরবর্তীতে ইউটিউবে বস্তায় আদা চাষের উপর কয়েকটি প্রতিবেদন চোখে পড়ে তার। ভিন্ন ধরনের কৃষিকাজ হওয়ায় এবং পতিত জমিতে এই চাষ করা সম্ভব বলে, আগ্রহী হন তিনি। শুরু করেন বস্তায় আদা চাষ। কিভাবে তিনি বস্তায় আদা চাষ করেছেন, কেমন খরচ হয়েছে এবং বস্তায় আদা চাষে লাভবান হবেন কিনা সেসম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। আশাকরি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন-------।
-----------------------------------------------------------------------------------------
#rozaagro
#ginger
-----------------------------------------------------------------------------------------
Roza Agro Contact Number- 01742175948