সিরাজগঞ্জ বড় বাজার হতে যমুনা নদীর বিশাল সাইজের আইড় বোয়াল মাছ কিনলাম | Fish Market BD
সিরাজগঞ্জ সদরের বড়বাজার বিভিন্ন প্রজাতির দেশী মাছের জন্য প্রসিদ্ধ। যমুনা নদীর তীরবর্তী সিরাজগঞ্জ জেলা হওয়ার কারনে এই বাজারে যমুনা নদীর বড় বড় মাছের আমদানী প্রচুর। যমুনা নদীর বিশাল সাইজের বঘাইড়, বোয়াল, আইড় ও পাঙ্গাস মাছের প্রাচুর্যতা এই বাজারে লক্ষ্য করা যায়। এছাড়াও এই বাজারে যমুনা নদীর সুস্বাদু রিটা মাছ, কাজলী ও বড় বড় চিংড়ী মাছের আমদানীও বেশ ভালো। ভোজন রসিক মানুষ সিরাজগঞ্জের বড় বাজারে ভিড় করেন যমুনা নদীর সুস্বাদু তাজা মাছ কেনার জন্য। আজ আমি বিখ্যাত বড় বাজার হতে যমুনা নদীর বড় আকৃতির একটি আইড় মাছ ও বোয়াল কিনলাম।
Follow me on Instagram: https://www.instagram.com/tuhintraveler