তালগাছী হাট থেকে করতোয়া নদীর বড় জ্যান্ত চিতল মাছ নিলাম | Rural Village Market
তালগাছী হাট থেকে করতোয়া নদীর বড় জ্যান্ত চিতল মাছ নিলাম | Rural Village Market
হাট পরিক্রমায় আজ আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বিখ্যাত তালগাছী হাটে। হাট বসে সপ্তাহের প্রতি রবিবার। হাটবারে হাটে পাওয়া যায় দেশী হাঁস মুরগী রাজহাঁস ও বিভিন্ন প্রজাতির কবুতর। কৃষকেরা তাদের গৃহে পালন করা বিভিন্ন পোষা প্রাণী হাটে নিয়ে আসেন। এছাড়াও এই হাটের মাছ বাজারে পাওয়া নদী বিলের বিভিন্ন প্রজাতির দেশী সুস্বাদু মাছ। হাটের আশে পাশে কয়েকটি বড় নদীর অবস্থান হওয়ায় হাটের দিনে পাওয়া যায় নদীর জ্যান্ত বড় বড় মাছ।
Follow me on Instagram: https://www.instagram.com/tuhintraveler