MENU

Fun & Interesting

আজ সেটাই করব।কথাটা বলেই মেঘ কে টান মেরে নিজের কাছে এনে গাল চেপে ঠোঁটে ঠোঁট চেপে ধরল।মায়রা রেগে..

SM-STORY 4,662 lượt xem 3 weeks ago
Video Not Working? Fix It Now

#আপনাতেই আমি।
#গল্পের অন্তিম অংশ।
#লেখিকা ইশিকা ইসলাম ইশা।

আজ সেটাই করব।কথাটা বলেই মেঘ কে টান মেরে নিজের কাছে এনে গাল চেপে ঠোঁটে ঠোঁট চেপে ধরল।মায়রা রেগে বেরিয়ে গেল। এদিকে মেঘ হতভম্ব হয়ে গেছে। আয়ান মেঘ কে ছাড়তেই ঠাসসস করে থাপ্পর মারে মেঘ।

ছি!!এতো অধঃপতন তোর?

বলে উঠে চলে যেতে চাইলে আয়ান আবারো ধরে মেঘের হাত। ক্লান্ত স্বরে বলে,

একজন কে না পাওয়ার একবুক নিরাশা! এখন তোকে হারানোর ভয়! আমার কষ্ট হচ্ছে মেঘ!

Comment