#ভৈরব_বাজার #মাছের_হাট #মৎস্য
ভৈরব বাজার রাত্রিকালীন মৎস আড়ৎ টি ভৈরব বাজার ফেরীঘাটের পাশেই অবস্থিত। ভৈরব বাজার দুর্জয় মোড়, রেলওয়ে স্টেশন থেকে ২০ টাকা রিক্সা ভাড়া দিয়ে অল্প সময়ে যাওয়া যায় হাটটিতে। নেত্রকোনা, কিশোরগঞ্জ ও সিলেটের বিভিন্ন হাওড় থেকে মাছ আসে এই আড়তে। বিকাল থেকেই মাছ বোঝাই নৌকা ও ট্রলার এসে ভিড় জমায়। ভৈরব বাজার মৎস আড়তে বেচা কেনা শুরু হয় বিকাল ৫ টা থেকে চলে মধ্যরাত পর্যন্ত। এই হাটের একটি বিশেষত্ব হচ্ছে ক্রেতা বিক্রেতা কানে কানে দরদাম করে থাকে। কানে কানে দরদাম হয় বলে অনেকেই....এই আড়ৎকে কানাকানি মাছের হাট নামেও ডেকে থাকেন!
ভৈরব বাজার রাত্রিকালীন মৎস আড়ৎ, পলতাকান্দা, ভৈরব বাজার, কিশোরগঞ্জ!