দেশের একমাত্র কানাকানির মাছবাজার ভৈরব পলতাকান্দা বাজার।। BHAIROB PALTAKANDA FISH MARKET
দেশের একমাত্র মাছের আড়ৎ যেখানে কানাকানি করে চলে বেচাকেনা
বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত।
বন্ধুরা মাছের আড়তে নিশ্চই গেছেন সবাই। অনেক শব্দ আর হৈহুল্লোরে সরব থাকে আড়ৎ। তবে আজ আমি আপনাদের এমন একটি আড়তে নিয়ে যাবো যেখানে হৈহুল্লোর তো দূরের কথা পাশের জন কত দাম বলছে তাও জানতে পারে না কেউ। হ্যাঁ বন্ধুরা আমি এমনই একটি ব্যতিক্রম মাছের আড়তে আপনাদের নিয়ে যাবো আজ। আশা করি না টেনে পুরো ভিডওটি দেখলে আপনার খুবই অবাক লাগবে এবং ভালো লাগবে।
#BHAIRAB#FISHMARKET#পলতাকান্দাকানাকানিমাছবাজার