জৈব ভাবে পান চাষ করে লাখোপতি সাগর দ্বীপের প্রান্তিক চাষী। আপনিও জেনে নিন পান চাষের খুঁটিনাটি।
।
।
শ্যামল বাংলা চ্যানেলটি মূলত কৃষি বিষয়ক চ্যানেল। বিশেষ করে যারা জৈবতে আগ্রহি। এখানে কৃষি কাজের পাশাপাশি প্রানীপালন, মৎস পালন এর উপর বিভিন্ন ভিডিও আপলোড দেওয়া হয়। আর বিভিন্ন ধরণের জৈব সার ও কিটবিতারক তৈরি সেখান হয়।
।
।
।
আপনারা আমাদের ফেসবুকেও থাকতে পারেন,"শ্যামল বাংলা" লিখে সার্চ দিলে আমাদের আকাউউন্ট পেয়ে যাবেন। আর কারো কাছে এই ধরণের ভিডিও থাকলে সেই ভিডিও আমাদের পাঠাতে পারেন মেইল করে। আমাদের মেইল আইডি shyamalbangla6@gmail.com. আমরা আপনার নাম সহ ভিডিওটি আমাদের চ্যানেলে প্রকাশ করবো।