MENU

Fun & Interesting

#পাতা বাহার।#গল্পের ১ম অংশ।এতটুকু বাচ্চা গুন্ডামি করো?বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলে!বাবার পাওয়ার

গল্পের রাজ্য।S 3,438 lượt xem 5 months ago
Video Not Working? Fix It Now

পাতা বাহার।গল্পের ১ম অংশ।
বেলা শেখ। সবাই গোল হয়ে দাঁড়িয়ে গুসুর ফুসুর করছে। পাতা দূর থেকে লক্ষ করে এগিয়ে আসতেই বুঝতে পারে গন্ডগোল বেশ বড়োসড়োই। সে ভির ঠেলে সামনে যায়। একটা বাচ্চার মা কাঁদছে তার বাচ্চাকে জড়িয়ে। বাচ্চাটাও কাঁদছে তার কপালে অল্প রক্তের ছিটা। আর পাশে আরেকটা বাচ্চা দাঁড়িয়ে! চোখ মুখ লাল হয়ে আছে তার। যেন টোকা দিলেই ফেটে রক্ত বের হবে। তখনই ক্রন্দনরত মা টি পাশের ছেলেটাকে রেগে বলছে,এই বদমাইশ ছেলে? কি করলে? আমার বাচ্চাটার মাথা ফেটে দিলে? এতটুকু বাচ্চা গুন্ডামি করো? বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলে! বাবার পাওয়ার দেখাও?"
পাতা বাচ্চাটার মাকে বলে ,
-" বকাঝকা পড়ে হবে। এই কেউ অফিস রুম থেকে ফাস্ট এইড বক্স নিয়ে আসো সাথে পানিও এনো? আর ভোর ওকে মেরেছো কেন?"
ভোর নামক ছেলেটি মিসের দিকে চেয়ে ঠোঁট উল্টে কেঁদে পাতার কোমড় জড়িয়ে ধরে। পাতা ছেলেটির মাথায় হাত বুলিয়ে নিচু হয়ে বাচ্চাটির মুখ তুলে চোখের পানি মুছে দেয়। বাচ্চাটি আবার তার গলা জড়িয়ে কান্না জুড়ে দেয়। পাতা তার পিঠে হাত বুলিয়ে বলে,
-'' বন্ধুকে নিজেই ব্যথা দিয়ে আবার কাঁদছো? মেরেছো কেন?কি হয়েছে ভোর বলো ?
ভোর ছেলেটি পাতাকে ওভাবে জড়িয়েই বলে,
-" মিস আমি ওকে মারি নি!!"
-" ভোর আবার মিথ্যা বলছো?"
রোহানের মা ধমকের সুরে বলে। পাতা তাকে ইশারা করে শান্ত হতে। তিনি চুপ করে যায়।ভোর ক্রন্দনরত গলায় আবার বলতে শুরু করে,
-" আমি সত্যি বলছি মিস। ও আমাকে লেগপুল করছিল! বলছিল আমার মাম্মা নাকি ভেগে গেছে অন্য লোকের সাথে! আমার সাথে ও আর খেলবে না। আমি নাকি পঁচা ছেলে। আমি ওকে মানা করি ও শুনছিলই না‌। ভেগে যাওয়া মায়ের ছেলে বলে লেগপুল করছিল। আমি ওকে থামাতে ধাক্কা দিই। ও ব্যথা পাবে ভাবি নি মিস। নইলে কখনো দিতাম না।"

Comment