|নিজের ভাইয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে পাত্রীর ভাইয়ের বধু হয়ে গেল প্রহর।কি থেকে কি হয়ে গেল,এই “হঠাৎ বিয়ে” কিভাবে| আয়ুর_প্রহর#Heart Touching story #Bangla short story
#লেখনীতেঃতুশিতা_নুর_তৃষ্ণা
নিজের ভাইয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে পাত্রীর ভাইয়ের বধু হয়ে গেল প্রহর।কি থেকে কি হয়ে গেল,এই “হঠাৎ বিয়ে” কিভাবে হয়ে গেল প্রহরের ছোট্ট মাথায় এইসব ঢুকছেই না। ”হঠাৎ বিয়ের” ২ ঘন্টা হয়ে গিয়েছে,এখনো প্রহরের ধোঁয়াশা যেন কাটছেই না।তার বিয়ে হয়ে গিয়েছে এই ভেবেই আঁতকে উঠলো প্রহর! আচ্ছা,এইসব হওয়ার পর সবাই কি ভেবেছে তাকে?সে তো কোনো অন্যায় করেনি। কিন্তু মা মনে হয় ওর উপর খুব রেগে আছে।মা হয়তো তাকে একা পেলে খুব মা'রবে।ইশ!কত কষ্ট করে মাকে রাজি করিয়ে পাত্রী দেখতে এসেছিল প্রহর!কতো ইচ্ছে ছিল ভাইয়ার বিয়েতে অনেক আনন্দ করবে।অনেক না করতে পারলেও যতটুকু আনন্দ করতে পারবে ততটুকুই।
কিন্তু তার আগে শুধু পাত্রী দেখতে এসেই এতো কিছু ঘটে গেল।সত্যিই সে অপয়া।এইবার প্রহরের একটুখানি আনন্দ করার কথা থাকলেও এখন যে সময় অন্য কথা বলছে।প্রহরের জীবন যেন এক নিমিষেই পাল্টে গেল!
গল্প_আয়ুর_প্রহর
#লেখিকা:তুশিতা_নুর_তৃষ্ণা