"ভালোবাসি তোকে সুহাসিনী"♥️(গল্পের ২য় অংশ)রুদ্র হেঁসে সুহাসিনীর হাত টেনে হাতের উল্টো পাশে চুমু খেয়ে..
আজ আর মায়ের সাথে যাবে না সুহাসিনী। সেন্টারে আজ সে একাই ফ্রেন্ডদের সাথে যাবে। যেই ভাবা সেই কাজ। মা কে হযবরল বুঝিয়ে ম্যানেজ করলো বিষয় টা। সুমনা বেগম মেয়েকে নিজের হাতে ভাত খাইয়ে দিলেন। কপালে চুম্বন এঁকে দিয়ে বললেন,,
" তাড়াতাড়ি ফিরে আসবি। বেশি দেরি করলে তোর আব্বু শুনলে কিন্তু রাগ করবে।
সুহাসিনী মাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলে,,
" চিন্তা করো না মা আমি তাড়াতাড়ি ফিরবো।
" এই যে শুনো আমার জন্য কিন্তু আসার পথে মনে করে কাচ্চি আর সিরাজের চুই গুস্ত নিয়ে এসো। এই সামান্য দুরত্ব মেনে নিতে পারছো না যখন আমি টাই থাকবো না তখন কি করে সইবে?