সম্ভাব্য ডেলিভারি ডেইট পার হওয়ার পরও প্রসব বেদনা বা লেবার পেইন না উঠলে তখন সেটা প্রসূতিরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এক্ষেত্রে কৃত্রিম উপায়ে প্রসব ব্যথা উঠানোর জন্য ঔষধ দেয়া হয়। কিছু বিষয় বিবেচনা করে চিকিৎসক ইন্ডাকশন পদ্ধতি দেন। এক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসকের তত্ত্বাবধানে এ পদ্ধতি প্রয়োগ করা উচিত।
ডা. শাহিদা আক্তার রাখী
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (অবস এন্ড গাইনী)
অবস এন্ড গাইনী বিশেষজ্ঞ ও সার্জন
ট্রেইন্ড ইন ইনফার্টিলিটি এন্ড ল্যাপারোস্কপিক সার্জারি
🔴 চেম্বার: গোমতী হাসপাতাল প্রাইভেট লিমিটেড
নজরুল এভিনিউ, ২য় কান্দিরপাড়, কুমিল্লা
হটলাইন: 01879-970055, 01711-798083
রোগী দেখার সময়: বিকাল ৪টা হতে রাত ৮টা (শুক্রবার চেম্বার বন্ধ)
🔴 অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিতে ভিজিট করুন : drsarakhi.com
সিরিয়াল: 01958-422803 (সকাল ১০টা হতে সিরিয়াল শেষ না হওয়া পর্যন্ত)
🔴 Facebook : https://facebook.com/drsarakhi
🔴 Instagram: https://instagram.com/drsarakhi
ডেলিভারি পেইন কৃত্তিম ভাবে উঠানোর পদ্ধতি | লেবার পেইন
#লেবারপেইন #drsarakhi #IOL