গর্ভধারনের সময়কাল ৯ মাস বা ৪০ সপ্তাহ। সাধারণত এসময়ের মধ্যে বা শেষে সচরাচর প্রাকৃতিকভাবে লেবার পেইন শুরু হওয়ার কথা। তবে অনেকের ক্ষেত্রে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ব্যথা উঠে না। তখন ওষুধের মাধ্যমে কৃত্রিমভাবে প্রসব ব্যথা শুরু করার ব্যবস্থা করা হয়, এই প্রক্রিয়াকে ইন্ডাকশন অব লেবার (Induction) বলা হয়।
চিকিৎসক যদি স্বাভাবিক প্রসব বেদনা শুরু হওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করাকে ঝুঁকিপূর্ন মনে করেন, তবে কৃত্রিম পদ্ধতিতে ডেলিভারি পেইন উঠানোর জন্য পরামর্শ দিতে পারেন।
ডা. শাহিদা আক্তার রাখী
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (অবস এন্ড গাইনী)
অবস এন্ড গাইনী বিশেষজ্ঞ ও সার্জন
ট্রেইন্ড ইন ইনফার্টিলিটি এন্ড ল্যাপারোস্কপিক সার্জারি
🔴 চেম্বার: গোমতী হাসপাতাল প্রাইভেট লিমিটেড
নজরুল এভিনিউ, ২য় কান্দিরপাড়, কুমিল্লা
হটলাইন: 01879-970055, 01711-798083
রোগী দেখার সময়: বিকাল ৪টা হতে রাত ৮টা (শুক্রবার চেম্বার বন্ধ)
🔴 অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিতে ভিজিট করুন : drsarakhi.com
সিরিয়াল: 01958-422803 (সকাল ১০টা হতে সিরিয়াল শেষ না হওয়া পর্যন্ত)
🔴 Facebook : https://facebook.com/drsarakhi
#IOL #লেবারপেইন #drsarakhi
কখন ব্যথা উঠিয়ে নরমাল ডেলিভারির চেষ্টা করা যাবে