গর্ভাবস্থায় ডায়াবেটিস, উচ্চ-রক্তচাপ, জন্ডিস, হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগ থাকলে সেটিকে হাই রিস্ক প্রেগন্যান্সি বলা হয়। হাই রিস্ক প্রেগনেন্সি মানেই যে গর্ভস্থ বাচ্চা বা হবু মায়ের জীবনের ঝুঁকি আছে, এমনটা ভেবে আতংকিত হওয়ার কোনো কারণ নেই। এসব সমস্যা থাকলে সে সম্পর্কে চিকিৎসককে জানাতে হবে। আপনার শারীরিক অবস্থা বুঝে ডাক্তার চিকিৎসা দিবেন। অনেকক্ষেত্রে কমপ্লিট বেড রেস্টে থাকতে হয়। হাই রিস্ক প্রেগন্যান্সিতে সবকিছু ঠিক থাকলে নরমাল ডেলিভারির চেষ্টা করা যায়, অন্যথায় সিজারিয়ান সেকশনের সিদ্ধান্ত দেয়া হয়।
ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় গর্ভকালীন জটিলতা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে।
ডা. শাহিদা আক্তার রাখী
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (অবস এন্ড গাইনী)
অবস এন্ড গাইনী বিশেষজ্ঞ ও সার্জন
ট্রেইন্ড ইন ইনফার্টিলিটি এন্ড ল্যাপারোস্কপিক সার্জারি
🔴 চেম্বার: গোমতী হাসপাতাল প্রাইভেট লিমিটেড
নজরুল এভিনিউ, ২য় কান্দিরপাড়, কুমিল্লা
হটলাইন: 01879-970055, 01711-798083
রোগী দেখার সময়: বিকাল ৪টা হতে রাত ৮টা (শুক্রবার চেম্বার বন্ধ)
🔴 অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিতে ভিজিট করুন : drsarakhi.com
সিরিয়াল: 01958-422803 (সকাল ১০টা হতে সিরিয়াল শেষ না হওয়া পর্যন্ত)
🔴 Facebook : https://facebook.com/drsarakhi
🔴 Instagram: https://instagram.com/drsarakhi
#high_risk_pregnancy #drsarakhi #সিজার
হাই রিস্ক প্রেগনেন্সি | তান্নির মা হওয়ার ভিন্নরকম গল্প