MENU

Fun & Interesting

সহজে মানুষের সাথে মেশার কৌশল ।। কামরান চৌধুরী Easy way to mix with people : Kamran Chowdhury

Kamran Chowdhury 32,132 lượt xem 2 years ago
Video Not Working? Fix It Now

সহজে মানুষের সাথে মেশার কৌশল ।। কামরান চৌধুরী Easy way to mix with people : Kamran Chowdhury

মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধ ভাবেই আমরা চলতে পছন্দ করি। কিছু মানুষ খুব সহজেই অন্যদের সাথে মিশতে পারে, ফলে তাদের বন্ধুর অভাব হয় না। তবে যারা চাপা স্বভাবের, সহজেই অন্যদের সাথে মিশতে সময় নেয়, তাদের বন্ধুর সংখ্যা কম হয়। আপনি দ্বিতীয় গ্রুপের কিনা সেটা যাচাই করতে কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিন-
১. কথা কম বলায়, অনেকে মনে করে আপনি খুব ভাব নিচ্ছেন
২. কাছের বন্ধুর সংখ্যা খুবই কম থাকে
৩. অপরিচিত মানুষের সাথে প্রথম প্রথম কথা বলতে অপ্রস্তুত বোধ করা
৪. অনেক অচেনা মানুষ বা কোলাহলপূর্ণ জায়গায় যেতে পছন্দ না করা
৫. খুব সহজেই মনের কথা অন্যের সাথে শেয়ার করতে না পারা
৬. যাদের অনেক বন্ধু বা ফ্রেন্ডসার্কেল, তারা কিভাবে এত মানুষের সাথে তাল মিলিয়ে চলে, বুঝতে না পারা;
৭. অন্যের থেকে কাছের মানুষের প্রতি ডেডিকেশন খুব বেশি থাকা!

অনেকেই ভাবে “আমি কেন আগ বাড়িয়ে মানুষের বন্ধু হওয়ার চেষ্টা করব? যদি কারও দরকার হয় তাহলে সে নিজে এসে আমার সাথে কথা বলুক”। – এটা খুব স্বাভাবিক মনোভাব, কিন্তু এটা আপনার ক্যারিয়ার অথবা ব্যক্তিগত জীবনের জন্য মোটেই ভালো নয়। একজন মানুষকে সফল হতে গেলে ভালো সম্পর্কের একটি নেটওয়ার্ক তৈরী করাটা খুবই জরুরী। আর আপনি যদি কিছু হওয়ার আগেই নিজেকে কিছু একটা ভাবতে শুরু করেন, তাহলে ক্ষতিটা আপনারই হবে। মনে রাখতে হবে- প্রয়োজনটা যদি আপনার হয় তবে আপনাকেই আগে পা বাড়াতে হবে। – আর -আপনার এ ‘ অহঙ্কারী’ মনোভাব ভেতরের জড়তা ঢাকার একটি খোলসমাত্র।

একজন মানুষ প্রথম কয়েক সেকেন্ড আপনাকে লক্ষ্য করেই সিদ্ধান্ত নেয় সে আপনার সাথে কথা বলতে চায় কি চায় না। বন্ধু হওয়া তো দূরের কথা। কাজেই এটা খুবই জরুরী যে আপনি এই প্রথম কয়েক মিনিটেই সামনের মানুষটির কাছে একটি সুন্দর ভাবমূর্তি বানিয়ে তার মনযোগ আপনার দিকে নিয়ে নিন। সামনের মানুষটি যেন বুঝতে পারে আপনি একজন মুক্ত মনের মানুষ। বডি ল্যাংগুয়েজ ঠিক রাখা। যদি সহজ ভঙ্গীতে বসেন বা দাঁড়ান তাহলে আপনার সামনের মানুষটি সহজ বোধ করবে।

সামনের মানুষটির উদ্দেশ্যে একটি সুন্দর অথচ মুচকি হাসি দিন। সামনের মানুষটি এতে বন্ধুত্বপূর্ণ মনোভাবের ম্যাসেজ পাবে। হাসিতে যেন আন্তরিকতার ছোঁয়া থাকে।

সামনের মানুষটির মনোভাব বা পছন্দ যদি আপনি জানতে পারেন তাহলে সেই দিকে তাল মিলিয়ে যান দেখবেন খুব সহজে বন্ধুত্ব গড়ে উঠেছে। যেমন ধরুন কেউ যদি ফুটবল খেলা পছন্দ করে, বা গান পছন্দ করে তাহলে সেই খেলা বা গান নিয়ে কথা শুরু করুন। সহজেই তার দৃষ্টি আকর্ষণ করতে পারবেন ও সম্পর্ক গড়ে তুলতে পারবেন। এজন্য সমসাময়িক বিষয়ে সাধারণ জ্ঞান রাখাও খুব জরুরি। নিজেকে ভিন্ন ভাবে প্রকাশ করার চেষ্টা করুন।

অনেকে বন্ধু, সহকর্মী বা অপরিচিত কারোর সঙ্গে সময় কাটানো কালে কী কথা বলবে বুঝেই উঠতে পারেন না! বা ভীষণ নার্ভাস হয়ে পড়েন! যা সামাজিক উদ্বিগ্নতার ফল। যদি মনে হয় আপনি এমন বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, তবে এখনই নিজেকে নিয়ে ভাবুন। সমস্যা জটিল হওয়ার আগেই কিছু নিয়ম মেনে পাল্টে ফেলুন নিজের এই মনোভাব। নতুন প্রজন্মের সদস্যরাতো যান্ত্রিকতার মাঝে ডুবে থাকে। মানুষের সাথে মিশতেও চায় না।
কিছু বিষয়ে সচেতন থাকলে বা কিছু বিষয় মেনে চললে আপনিও সহজেই মানুষের সাথে মিশতে পারবেন, বন্ধুর সংখ্যা বৃদ্ধি করতে পারবেন ও জীবনকে উপভোগ করতে পারবেন। চলুন জেনে নিই সেই বিষয়গুলো কি কি-

 মানুষের সাথে খুব সহজে মিশতে হলে প্রথম যেটা দরকার, সেটা হল খুব সুন্দর করে কথা বলার ক্ষমতা। মানুষ আপনাকে প্রথম বার দেখে পছন্দ বা অপছন্দ করবে আপনার বাচন ভঙ্গি দেখে। সেক্ষেত্রে ভালো sense of humour, সাধারণ জ্ঞান, থাকতে হবে। প্রথম দিনেই বড় বড় কথা বললে মানুষ আপনাকে বিশ্বাস তো করবেই না। হাসাহাসি করবে, সন্দেহের চোখে দেখবে।
 আপনার মধ্যে যদি অহংকার কম থাকে এবং আপনি যদি হাসিখুশি আর পরোপকারী হন তবে লোক আপনাকে ভালোবাসবে ও বন্ধুর হাত বাড়িয়ে দিবে।
 যার সাথেই কথা বলবেন, তাঁর চোখের দিকে তাকিয়ে কথা বলুন। দৃঢ়ভাবে হ্যান্ডশেক করুন এবং অভিবাদন জানান। আর মেসেজ এড়িয়ে সরাসরি অথবা ফোনে বা ভিডিও কলে কথা বলুন।
 আত্মবিশ্বাসী হোন। যারা সামাজিক উদ্বিগ্নতায় ভোগে তাঁরা অধিকাংশ ক্ষেত্রেই বুঝতে পারেন না কীভাবে অন্য লোকেদের সাথে আচরণ করা উচিত।
আমরা বেশিরভাগ কাজ যতটা না বুদ্ধি দিয়ে করি, তারচেয়ে বেশি আবেগ থেকে করি। এমনকি বুদ্ধি খাটিয়ে করা কাজগুলোর সাথেও কিছুটা হলেও আবেগ জড়িয়ে থাকে। সামনের মানুষটির সাথে আবেগের একটি সংযোগ গড়ে নিতে হবে।
নতুন বন্ধু বানাতে সবাই পছন্দ করে। আপনি যেমন কারো সাথে বন্ধুত্ব করতে চান, তেমনি হয়তো সেও আপনার মতই বন্ধুত্ব করতে চায়৷ তাই তার কাছে এগিয়ে যান এবং হেসে কথা বলুন।
প্রথমে জানতে চাইবেন সে কোথায় থাকে এবং তার গ্রাম বা শহরের নাম। এরপর সেই জেলা নিয়েই কথা বলতে পারেন যে আপনার শহরে গিয়েছি বা নাম শুনেছি এবং আপনি যা জানেন তা নিয়ে আলোচনা করুন। লেখাপড়া, খেলাধুলা, শিক্ষাপ্রতিষ্ঠান, সাহিত্য, শখ, ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে কথা চালিয়ে যেতে পারেন।
- সুযোগ পেলে মন খুলে কথা বলুন এতে সামনের মানুষটিরও ভাল লাগবে।
- মুখ এটে বসে থাকার চেয়ে যারা প্রাসঙ্গিক কথা বলে তাদেরকে সবাই পছন্দ করে। যাদের অনেক বন্ধু রয়েছে তারা কিভাবে মানুসের সাথে সহজে সম্পর্ক গড়ে তোলে সেটা লক্ষ্য করুন, তাদেরকে ফলো করুন। তারা পারলে আপনিও পারবেন।
- লজ্জা পাবেন না সাহসি হতে হবে। সাহস করে এগিয়ে কথা বলবেন। আপনি কোন চোর বা ডাকাত না। তাই ভয় পাবেন না।
ভালো বন্ধু জীবনে বন্ধু খুব কম পাওয়া যায়। আর যার সাথে বন্ধুত্ব হবার এমনি তেই হবে। আমরা আমাদের জীবনের দিকে তাকালে দেখতে পাই, আমাদের যারা খুব ভালো বন্ধু, তাদের সাথে বন্ধুত্ব শুরুর দিনগুলো কেমন ছিল। নিশ্চয়ই তাদের মন জয় করার জন্য অতিরিক্ত কিছু করা হয়নি। যা হয়েছে সহজ আর স্বাভাবিক ভাবেই হয়েছে। তাই যদি ভাবেন শুধু একটু মিশব তবে হেসে মানুষের সাথে কথা বলুন।

Comment