"তোমার দ্বিধায় বাঁচি"♥️(গল্পের ২য় অংশ) সম্পর্কটা ভাঙতে চাই না,আমি চাই,আপনার সাথে সংসার করতে,কিন্তু..
ঈশিতা চুপচাপ বসে আছে বিছানায়। আয়ুশ কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না। আজ ঈশিতার কাছে অনেক ছোট হয়ে গেছে সে। আগে কখনো কারো কাছে এত ছোট হতে হয়নি।
দীর্ঘ সময় চুপ থেকে আয়ুশ ঈশিতার কাছে এসে বলে,"আমি সব কিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাইছি ঈশিতা।"
"ক্ষমা চেয়ে কি হবে? আমাকে যে অপমান করেছেন..এই ৩ দিন আমার উপর দিয়ে যে ঝড় গেল তা কি ফিরে আসবে?"
"ঈশিতা..."
"ব্যস, অনেক হয়েছে। একটা সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসটাই বড়। বলা যায়, বিশ্বাসই সম্পর্কের ভীত। সে ভীত নড়বড়ে হলে সম্পর্ক ঠিক থাকে না। আপনি যদি আমার উপর বিশ্বাসই রাখতে না পারেন তাহলে আমি কিসের ভিত্তিতে এই সম্পর্কটা টিকিয়ে রাখব?"
আয়ুশ নিশ্চুপ। ঈশিতা বলে,"কিন্তু আমি এই সম্পর্কটা ভাঙতে চাই না। আমি চাই,আপনার সাথে সংসার করতে। কিন্তু এত কিছুর পর এত সহজে আপনার সাথে মানিয়ে নিতে পারব না। তাই, আমি সিদ্ধান্ত নিয়েছি.."
"কি সিদ্ধান্ত?"
"মানিয়ে নেয়ার জন্য সময় লাগবে। একটু সময় দেবেন আমাকে?"
"পাঁচ বছর কি কম ছিল যে তোমার আরো সময় চাই?"
"বেশ, তাহলে আর সময় দিতে হবে না। আজ থেকে আপনি আমার উপর স্বামীর অধিকার স্থাপন করতে পারেন।"
আয়ুশ কিছুক্ষণ চুপ থেকে বললো,"এটা সঠিক সময় নয়। আমি তোমাকে ২ দিন আরো সময় দিলাম। আমি চাই সব ভুলে আবার নতুন করে শুরু করতে।"