লাইফ পার্টনার
লেখিকা : ওয়াজিফা_ইসলাম..নূপুর
গল্পের ১১ম অংশ
আজ ক্লাস করে খুব ক্লান্ত লাগছে। শরীর যেন চলছেনা। কলেজ থেকে বাসায় ফিরে লাঞ্চ করার শক্তিটুকু পাচ্ছিনা। কোনোমতে শাওয়ার নিয়ে বিছানায় এসে গা এলিয়ে দিলাম। অনিক এখনও স্কুল থেকে ফেরেনি। দীদাও লাঞ্চ করে ঘুমোচ্ছে। বিছানায় শুতেই চোখদুটো লেগে আসছে। ক্লান্তিতে ঘুম আসছে। ভেবেছিলাম আয়ানকে একবার কল করবো। কিন্তু এনার্জি পাচ্ছিনা। শুয়ে আছি চুপচাপ। হঠ্যাৎ ফোনটা বেজে উঠলো। স্ক্রীনে তাকিয়ে দেখি মিথিলা আপুর কল আসছে। রিসিভ করে নিলাম।
।