Revenge_of_love
#Nusrat_Jahan_Bristy
গল্পের ১ম অংশ
আজ নন্দিতা আর রাফির জীবনে বিশেষ একটা রাত। প্রত্যেকটা মেয়েরেই এই রাতটা নিয়ে হাজারটা স্বপ্ন থাকে। নন্দিতারও আছে কিন্তু নন্দিতা জানে এই রাতটা তার জন্য সুখের নয় বরং তার জন্য এই রাতটা অপমানে রাত, কষ্টের রাত। কারন রাফি যে তাকে খুব ঘৃণা করে। এই ঘৃনা জমে আছে পাঁচ বছর