আমেরিকার বৃহত্তম বনভূমি ভার্জিনিয়া ভ্রমণ। আটলান্টিক এবং অ্যাপালাচিয়ান পর্বতমালার মাঝে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্য ভার্জিনিয়া। আমেরিকার জাতীয় পতাকায় সযত্নে আঁকা ১৩টি ডোরার একটি হলো ভার্জিনিয়া রাজ্যের জন্য। ১৭৮৮ সালের ২৫ জুন দশম অঙ্গরাজ্য হিসেবে ভার্জিনিয়া আমেরিকার সঙ্গে যুক্ত হয়। এর উত্তর-পূর্বে মেরিল্যান্ড, দক্ষিণ-পূর্বে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে উত্তর ক্যারোলিনা এবং টেনেসি, পশ্চিমে কেনটাকি এবং উত্তর-পশ্চিমে পশ্চিম ভার্জিনিয়া অবস্থিত। ভার্জিনিয়া ছিল প্রথম স্থায়ী ইংরেজ বসবাসের স্থান, তাই রাজ্যটিকে Birthplae of Nation বলা হয়। সেইসাথে এ রাজ্যটিকে Offically Commonwealth of Virginia, রাষ্ট্রীয় ডাকনাম Old Dominion নামে ডাকা হয়। ভার্জিনিয়াকে Mother of Presidents নামেও ডাকা হয়।
বন্ধুরা, আমরা আজ ভার্জিনিয়া স্টেট সম্পর্কে জানা অজানা সকল বিষয় নিয়ে আলোচনা করবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।
আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করুন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।
This was Arefin. You are watching - Arefin’s Liventure.
দেখা হবে এর পরের ভিডিওতে, সে পর্যন্ত Take care of yourself.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
👊 FB Page:
https://www.facebook.com/arefinsliventure1
👊 Insta:
https://www.instagram.com/arefinsliventure1/
👊 Youtube
https://www.youtube.com/@arefinsliventure
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
✉️ Email : arefinsliventure@gmail.com
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#Arefin’s Liventure #আমেরিকা #USA