G-9 কলা চাষ এখন বাংলাদেশে। মার্কিন মুল্লুকের একটি জনপ্রিয় কলার জাত জি-নাইন বা গ্র্যান্ড নাইন। জানা যায়, জি নাইন জাতের এই কলাটি উচ্চফলনশীল, অধিক রোগ প্রতিরোধী এবং খেতে অত্যন্ত সুস্বাদু। রোপণের ৬ মাসের মাঝেই ফলন চলে আসে এবং ২ বছরব ৩ বার ফলন দেয়। গাছের আকার মাঝারি সাইজ হওয়ায় ঝড় বা, বাতাসে ভেঙ্গে পড়ে না। পাকার পর এবং গাছ থেকে সংগ্রহের পর এই কলা তূলনামূলক বেশিদিন টিকে থাকে অর্থাৎ নষ্ট হয় না বা পঁচে না। কাদির প্রথম থেকে শেষ পর্যন্ত সব গুলো কলার আকার একইরকম। এছাড়াও কলার গায়ে কোন দাগ পড়ে না।
#জি_নাইন_কলা
#G9
----------------------------------------------------------------------------------------------------------------------
সতর্কতাঃ
আমরা বিশ্বাস করি যে, কৃষকের স্বপ্নে গড়া খামার কে মাত্র ১০-১৫ মিনিটের ভিডিওতে তুুলে ধরা সম্ভব নয়। তাই আরো বিস্তারিত জানতে আপনি সরাসরি খামার পরিদর্শন করতে পারেন।
আমাদের প্রতিবেদন দেখে কেউ টাকা লেনদেন করে প্রতারিত হলে “উদ্যোক্তার খোঁজে” চ্যানেল তার জন্য দায়বদ্ধ থাকবে না।
আপনি নিজে ভালভাবে যাচাই করে তারপর লেনদেন করুন।
আমাদের কাজ হল উদ্যোক্তাকে আপনাদের মাঝে তুলে ধরা।
আপনার খামারের প্রতিবেদন সংক্রান্ত আলোচনার জন্য যোগাযোগ করুন আমাদের চ্যানেলের নাম্বারে (01705643615) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত।
----------------------------------------------------------------------------------------------------------------------
সরাসরি যুক্ত হতে পারেন আমার সাথে ফেসবুকে এই লিংকেঃ https://bit.ly/3BKvyjD
আমাদের চ্যানেলের ফেসবুক পেইজ লিংকঃ https://bit.ly/2X2JKWq
আপনার যেকোন ধরনের মতামত বা অভিযোগ জানাতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। আমাদের ফেসবুক গ্রুপ লিংকঃ https://bit.ly/3tkaFJl
----------------------------------------------------------------------------------------------------------------------
খামারির ঠিকানাঃ
শাকিব খান
জীবননগর,চুয়াডাঙ্গা
যোগাযোগঃ 01911-606335