MENU

Fun & Interesting

স্কোয়াশ চাষঃ(পর্ব ০২) -Squash/Zucchini cultivation in Bangladesh

Krishi Bioscope 164,648 lượt xem 5 years ago
Video Not Working? Fix It Now

স্কোয়াশ অত্যন্ত লাভজনক উচ্চমূল্য ফসল, যা বানিজ্যিকভাবে চাষ করলে সমসাময়িক অন্য ফসলের তুলনায় বেশি আয় করা সম্ভব। বিঘা প্রতি ২৫-৩০ হাজার টাকা খরচে ৩ মাসেই আড়াই লাখ টাকার স্কোয়াশ বিক্রি করা যায়। দাম ভাল থাকলে এই আয় হতে পারে দ্বিগুণেরও বেশি।
তবে ভালমত জেনে, সঠিক জাত ও সময় মেনে চাষ করতে হবে। ভাল বীজ, মালচিং, নিয়মিত ক্ষেত পরিদর্শন, সমস্যা দেখলেই ব্যবস্থাগ্রহন, কৃষি কর্মকর্তাদের পরামর্শ গ্রহন, বাজার সংযোগ ইত্যাদি অনেক কিছুর উপর সফলতা নির্ভর করে।
নিকটস্থ উপজেলা কৃষি অফিসে অথবা যে কৃষক সফলভাবে স্কোয়াশ চাষ করে লাভবান হয়েছেন তাদের সাথে যোগাযোগের জন্য স্কোয়াশ চাষে আগ্রহীদের পরামর্শ দেয়া হলো।
মনে রাখতে হবে টাকা ইনভেস্ট করলেই কৃষি কাজে লাভবান হওয়া যায় না, প্রয়োজন ডেডিকেশন ও সঠিক নিয়ম মেনে চলা...
আরো তথ্যের জন্য নিচের লিংক এ যেয়ে প্রশ্ন করতে পারেন...
www.krishibioscope.com

Comment