#গোধূলির_শেষ_প্রণয় #১ম অংশ #ডিভোর্সের দুই বছর পর দেশে ফিরল মানহা। নিজ দেশে পা রাখতেই এক অন্যরকম
#গোধূলির_শেষ_প্রণয় #১ম অংশ #ডিভোর্সের দুই বছর পর দেশে ফিরল মানহা। নিজ দেশে পা রাখতেই এক অন্যরকম ভালোলাগা কাজ করে । দুই বছর আগে
সম্পূর্ণ গল্পের লিঙ্ক 👇👇👇
https://youtube.com/playlist?list=PLvYlca3MZrnMoWwPzqjb99euCBHYqmi_R&si=iFcjeIyihhppdU29
#Bangla short story #Romantic Story
#লেখনিতে_ছনিয়া_তাবাচ্ছুম_অনি
#জীবনের গল্প
#সত্য ঘটনা অবলম্বনে
ডিভোর্সের দুই বছর পর দেশে ফিরল মানহা। নিজ দেশে পা রাখতেই এক অন্যরকম ভালোলাগা কাজ করে । দুই বছর আগে জীবনের কিছু কালো অধ্যায় তার জীবনটা শেষ করে দিয়েছে। ভাবতেই গা য়ে কাটা দিয়ে ওঠে মানহার। নিজ জন্মভূমি ছেড়ে যাওয়ার কষ্টের আজও ভুলতে পারিনি মানহা। কিছু তীক্ষ্ণ স্মৃতি আজও চোখের সামনে ভেসে ওঠে। তার বিয়েের তিন বছরের মাথায় তাদের ডিভোর্স হয়। তার স্বামী বন্ধুদের সাথে টুরে যাবে বলে বাসা থেকে গিছিলো। মানহা হাসি মুখে তাকে যেতে দিয়েছিল। ঠিক তার পরের দিন নতুন এক মেয়েকে বিয়ে করে বাড়ি ফেরে তার স্বামী রুপম। স্বামীর পাশে অন্য নারাীকে দেখে অজ্ঞান হয়ে যায় মানহা। জ্ঞান ফেরার পর নিজের যাবতীয় জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেড়িয়ে গিছিল। তাকে কেউ বাধা দেয় নি। তার শাশুড়ী মা তাকে দেখতে পারত না কেন পারতো না সেটা তার অজানা?
তার শশুর নেই অনেক আগেই গত হয়েছেন। চিরদিনের মতো স্বামীর বাড়ি থেকে বের হয়। সারা রাস্তায় চোখের পানি ফেলতে ফেলতে হাটে।