#মেঘ_বলেছে_বৃষ্টি_আনবে_বার_বার
#লেখনীতেঃমাইশা চৌধুরী
#সকল পর্ব এক সাথে।
স্বামীর শার্ট ভাজ করার সময় লেডি পারফিউম এর গন্ধ নাকে আসতেই চকমে গেলো এলিনা।আজ ক'দিন ধরেই স্বামী অফিসের শার্ট থেকে ভিন্ন রকমের লেডি পারফিউমের গন্ধ পাচ্ছে সে।মনে মনে কিছু একটা আচ করতে পেরেই আতকে উঠলো এলিনা।সে তো কত ভালোবাসে রুহুলকে।তাহলে রুহুল এমনটা কি করে করছে তার সাথে!ঠিক তখনই আড়াই বছরের ছোট্ট আর্শি মায়ের কাছে এলো।দু'হাত উঠিয়ে দিলো মায়ের দিকে।এলিনা মেয়েকে কোলে তুলে নিলো।ছোট্ট আর্শি মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল,,
"কাদছো কেনো আম্মু? কেউ কি তোমাকে বকেছে? আমাকে বলো আমি তাকে বকে দিবো।"
এলিনা ছোট্ট আর্শির কথায় হেসে ফেলল।এরপর বলল,,
"আমার মেয়েটা তো পাকা বুড়ি হয়ে গেছে একেবারে।না মা আমি কাঁদছি না।"
"তাহলে তোমার চোখে পানি কেনো? বাবা আসুক আমি বাবাকে বলবো তোমাকে কেউ বকেছে। বাবা তাকে বকে দিবে।"