আমার বর
লেখা : মিশু মনি
পর্ব: ০১
.
ঘুম থেকে উঠেই শুনি আজ আমার বিয়ে!
যতবেশি অবাক হয়েছি,তারচেয়ে বেশি বিব্রত বোধ করছি।আচমকা নিজের বিয়ের কথা শুনলে কেমন লাগে?
কিন্তু ব্যাপার সেটা নয়,আসল কথা হচ্ছে বর নাকি সেকেন্ড লেফটেন্যান্ট। বিদ্যুতের খুটির মত লম্বা।আর আমার যে উচ্চতা, তার পাশে দাড়ালে মনে হবে ল্যাম্পপোস্ট এর নিচে বনমানুষ দাড়িয়ে।
চেঁচামেচি শুরু করে দিলাম। আম্মু বলল,ছেলে খুব সুন্দর। তোর পছন্দ হবে।
- আচমকা বিয়ে ক্যান?
- বিয়ের অনুমতি পাইছে।আর তাছাড়া ছেলের আব্বা আম্মা এই সপ্তাহেই হজ্বে যাওয়ার